২০ লাখ মাস্ক দান করলেন জ্যাক মা

১৫ মার্চ, ২০২০ ০০:১৪  
চীনের বিলিয়নিয়ার ও আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা ইউরোপে করোনাভাইরাস মোকাবেলায় বিতরণের জন্য ২০ লাখ পিস প্রোটেক্টিভ মাস্ক দান করেছেন। খবর রয়টার্স। ইতিমধ্যেই একটি কার্গো প্লেনে করে ৫ লাখ মাস্ক ও টেস্ট কিটসহ অন্যান্য মেডিকেল উপকরণ লেইগ এয়ারপোর্টে অবতরণ করেছে। ধারাবাহিকভাবে আগামী দিনগুলোতে অবশিষ্ঠ মাস্ক ও উপকরণ পাঠানো হবে বলে আলিবাবা ও ম্যাক মা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের জন্যবো ৫ লাখ করোনাভাইরাস টেস্টিং কিট এবং ১০ লাখ মাস্ক দান করবেন জ্যাক মা। ডিবিটেক/বিএমটি